Drik Bangladesh
স্বাধীনতার মাত্র ৪ বছর পরে ১৯৭৫ সালে একতরফা ভাবেই ফারাক্কা বাঁধ চালু করে ভারত। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতের ১৮ কিলোমিটার ভেতরে গঙ্গা নদীতে তৈরি করা হয় এই বাঁধ। এর ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানির জন্য দেখা দেয় তীব্র হাহাকার। এর প্রভাবে পদ্মা এবং এর শাখাগুলো যেমন পানির অভাবে শুকিয়ে যাচ্ছে, তেমনি সমুদ্রের লবণাক্ত পানি ক্রমশ উঠে আসছে উপরের দিকে।
১৯৭৬ সালের ১৬ মে ৯৬ বছর বয়সে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি পদযাত্রার আয়োজন করেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। ফারাক্কা লংমার্চ নামে পরিচিত সেই পদযাত্রা নদীপ্রবাহের অধিকার রক্ষায় এবং প্রাণ-প্রকৃতি রক্ষার সংগ্রামের ইতিহাসের একটি অন্যতম মাইলফলক।