Site icon The Bangladesh Chronicle

আজ রাষ্ট্রীয় শোক ও হতাহতদের জন্য বিশেষ প্রার্থনা

নয়া দিগন্ত অনলাইন
বাসস

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

এছাড়া হতাহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।

বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে সংঘটিত ওই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন আরো অন্তত ১৬৮ জন।

Exit mobile version