আজ রাতটা অনেকেরই নির্ঘুম কাটবে! নির্ঘুম কাটবে হাবিবুল বাশারেরও।
রাত ভোর হওয়ার আগেই ইতিহাস গড়ার ক্ষণগণনা শুরু করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে, তাদেরই মাঠে টেস্ট জয়ের অপার সম্ভাবনা যে হাতছানি দিয়ে ডাকছে বাংলাদেশ দলকে। বাংলাদেশ ইতিহাসটা গড়তে পারবে কি না, সেই অপেক্ষায় একটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেওয়াই যায়।
বাংলাদেশ দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সেটিই বললেন, ‘কয়েক দিন ধরে ঘুমটা কম হচ্ছে। সকালে উঠতে হয়। একটু আগে ঘুমিয়ে সকালে উঠি। কিন্তু আজ রাতে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি, এমন একটা মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি, যেকোনো কিছুই হতে পারে।’
যে ফলই আসুক, আমি মেনে নেব। আমার মনে হয়, ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে।
হাবিবুল একটু সাবধানতাই অবলম্বন করলেন। মুখ ফুটে জয়ের কথাটি এখনই বলতে চান না তিনি, ‘আমি উচ্চারণ করতে চাই না। কিন্তু মনের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন আছে। দেখা যাক, কী হয়!’
মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। একেবারে প্রথম দিন থেকে। দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিচারে নিলে ক্রিকেটপ্রেমীদের জন্য পুরো ব্যাপারটাই অভাবনীয়। অনেকেই তো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভরাডুবির আশঙ্কা করেছিলেন বাংলাদেশ দলের ফর্ম বিচার করেই। এই তো কিছুদিন আগেই তো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠেই যেখানে এই অবস্থা, সেখানে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে দলকে নিয়ে খুব বেশি আশা করেননি কেউই।
হাবিবুল এই টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সে রীতিমতো রোমাঞ্চিত, ‘এখনো পর্যন্ত খুব ভালো খেলেছে দল। যদি সাবেক খেলোয়াড় হিসেবে বলি, আমি খুবই রোমাঞ্চিত। যে ফলই আসুক, আমি মেনে নেব। আমার মনে হয়, ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে। উপমহাদেশের কোনো দলই সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডে এত ভালো খেলেনি। যে ফলই হোক না কেন, হারি বা জিতি, আমি মনে করি, কৃতিত্বটা ছেলেদের প্রাপ্যই।’
ইতিহাস গড়ার দিন আঙুলের চোটে উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান ছিটকে গেছেন। এটা একটা বড় ধাক্কাই। প্রথম টেস্টে ২২৮ বল খেলে ৭৮ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল।
তবে হাবিবুল মনে করেন, টেস্টে উদ্বোধনী ব্যাটিংয়ের সমস্যায় মাহমুদুল দারুণ এক সমাধান, ‘আমি খুশি যে সে রান করেছে। প্রথম টেস্টে ভালো করেনি। এই টেস্টে সে যদি ভালো না–ও করত, অসুবিধা ছিল না। আমরা নেওয়ার সময়ই চিন্তাভাবনা করে নিয়েছি। ওকে বেশি সুযোগ দেব, এটা ভেবেছি। খুব বেশি প্রত্যাশা ছিল না। তবে নিউজিল্যান্ডে সে রান পেয়েছে, এটা ওকে সাহস জোগাবে। আমি তো মনে করি, উদ্বোধনী ব্যাটিংয়ে আমরা হয়তো একটা জবাব খুঁজে পেয়েছি।’
ইবাদত হোসেনের বোলিং নিয়ে দারুণ খুশি হাবিবুল, ‘আমি আশা করি, সে এগিয়ে যাবে। এমন বোলিংই করবে। টেস্টে চার বোলার নেওয়া হলে আশা এটিই থাকে যে ওরা ৪–৫ উইকেট করে নেবে। প্রতি ম্যাচে হয়তো হবে না, কিন্তু কোনো না কোনো সময় হবে। ইবাদতকে আমরা অনেক দিন ধরেই খেলাচ্ছি। অনেক ম্যাচে ভালো বোলিং করেছে, অনেক ম্যাচে করেনি। তবে এই টেস্টে ওর লাইন ও লেংথ আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব, সে এমন বোলিং ভবিষ্যতেও করে যাবে।’