Site icon The Bangladesh Chronicle

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১১: ০০
খেলা

 

আজ ৬ এপ্রিল আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যে এবার ক্রীড়া দিবস উদযাপিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ দিবসটি পালন করবে। ক্রীড়া দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় ওসমানি স্মৃতি মিলনায়তন থেকে র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ সচিবালয়ের প্রধান গেটের সামনে থেকে ঘুরে জিরো পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হবে। ঢাকা মহানগরে অবস্থিত সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল খেলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি খেলাগুলো মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হবে। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিপাদ্য বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা হবে। প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা দিবসটি উদযাপনের জন্য র‍্যালি, আলোচনা সভা ও প্রীতি ম্যাচের আয়োজন করবে।

Exit mobile version