Site icon The Bangladesh Chronicle

আগামী সপ্তাহে পিএসজিতে ফিরছেন বিশ্বকাপজয়ী মেসি


বিশ্বকাপের বিরতি শেষে আগামী সপ্তাহে পিএসজিতে ফিরছেন লিওনেল মেসি। পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

৩৫ বছর বয়সী মেসি ১০ দিন আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। ফ্রান্সের বিরুদ্ধে তিনি ফাইনালে দুই গোল করেছেন। পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জয় করে মেসির দল । বিশ্বকাপ জয়ের পর কাতার থেকে মেসি জাতীয় দলের সতীর্থদের সাথে আর্জেন্টিনা ফিরে সেখানে সবার সাথে শিরোপা জয়ের আনন্দ উদযাপনে ব্যস্ত রয়েছেন। একইসাথে কয়েকদিনের ছুটিও কাটাচ্ছেন। এ সম্পর্কে গাল্টিয়ার বলেছেন, ‘এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারে সবচেয়ে বড় শিরোপা অর্জন করেছে লিও। স্বাভাবিকভাবেই এই জয়ের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে এখন তিনি আর্জেন্টিনায় আছেন। আগামী ১ জানুয়ারি পর্যন্ত তাকে ছুটি দিয়েছি। ২ অথবা ৩ জানুয়ারি সে ফিরে এসে ক্লাবে যোগ দিবে। তবে তারপরও কিছু দিন তাকে ম্যাচের বাইরে রাখা হবে। এই সময়ের মধ্যে মেসি বিশ্বকাপের পর কমপেক্ষ ১৩-১৪ দিন সময় হাতে পাবে।’

এ কয়েকদিনে মেসি লিগ ওয়ানের দুটি ও ফ্রেঞ্চ কাপের একটি ম্যাচ মিস করবেন। ধারণা করা হচ্ছে আগামী ১১ জানুয়ারি সে দলে ফিরবে।

এছাড়া আসন্ন গ্রীষ্মে মেয়াদ শেষ হতে যাওয়া বর্তমান চুক্তি আরো এক বছর বাড়ানোর জন্য পিএসজি সভাপতি নাসির আল-খেলাফি ও ক্লাবের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে মেসির আলোচনার কথা রয়েছে।

গাল্টিয়ার বলেছেন, মেসি না থাকলেও বিশ্বকাপের অন্যান্য তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও নেইমার বিরতি শেষে শুরু থেকেই মাঠে নামবেন। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জয় উপহার দিতে পারেননি এমবাপ্পে। কিন্তু হতাশা কাটিয়ে তিন দিন পরেই এমবাপ্পে পিএসজির অনুশীলনে ফিরেছেন।

Exit mobile version