Site icon The Bangladesh Chronicle

আগস্টে লক্ষমাত্রা ছাড়িয়ে রফতানি প্রবৃদ্ধি

আগস্টে লক্ষমাত্রা ছাড়িয়ে রফতানি প্রবৃদ্ধি – ছবি : সংগৃহীত

গত আগস্ট মাসে লক্ষমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাত দশমিক ১৪ শতাংশ বেশি।

এ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ের বেধে দেয়া রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংস্থার ওয়েবসাইটে রোববার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দু’মাসে (জুলাই-আগস্ট) রফতানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় পাঁচ শতাংশ। এই দু‘মাসে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

রফতানিতে বরাবরের মতোই বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক, হোম টেক্সটাইলসহ অন্য পোশাক পণ্য। জুলাই ও আগস্টে তৈরি পোশাক রফতানি হয় ৭১১ কোটি ২৬ ডলার। প্রবৃদ্ধি ২৬ শতাংশ।

দু’মাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি।

একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলার। প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। আর পাটপণ্য রফতানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলার, যেখানে প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ।

Exit mobile version