Site icon The Bangladesh Chronicle

আওয়ামী সরকার গণ-আন্দোলনে ভীত হয়ে পড়েছে: সাকি

স্টাফ রিপোর্টার

(১১ ঘন্টা আগে) ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৮:৫১ অপরাহ্ন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণ-আন্দোলন ও গণ-জোয়ারে ইতিমধ্যেই ভীত হয়ে পড়েছে। তারা পুরোনো সকল স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
মঙ্গলবার সন্ধ্যায় হাতিরপুলে দলটির কার্যালয়ে ঢাকা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ’৬৯ এর গণ-অভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি সরকার পতনে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
সাকি বলেন, কোনো মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণ-জোয়ার থামাতে পারবে না। বরং উনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈারাচারের পতন ঘটাতে পারে। ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে জনগণের ক্রমবর্ধমান বৃহত্তর ঐক্য, গণ-জাগরণ ও গণ-অভ্যুত্থান বর্তমান সরকারেরও পতন ঘটাবে।
গণসংহতি আন্দোলনের ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, আইয়ুব খানের জবরদস্তি শাসনের বিরুদ্ধে অধিকারহীন ও নিপীড়িত জনমানুষের ক্ষোভের সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটে ’৬৯ সালে। ২০শে জানুয়ারি আসাদ শহীদ হয় এবং পরবর্তীতে ধারাবাহিক কর্মসূচি চলতে থাকে। ২৪শে জানুয়ারি ’৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আইয়ুব খানের পতন হয়।

Exit mobile version