Site icon The Bangladesh Chronicle

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের বৈঠক : অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার সন্ধ্যার ওই সাক্ষাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কর্নেল (অব.) ফারুক খান এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনও। এক্সে (আগের টুইটার) হাইকমিশন লিখেছে,
আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।

Exit mobile version