বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনও। এক্সে (আগের টুইটার) হাইকমিশন লিখেছে,
আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।