Site icon The Bangladesh Chronicle

আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে: গণ অধিকার পরিষদ

আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের (মিয়া মসিউজ্জামান ও ফারুক হাসান) নেতারা। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দলটির নেতারা এই অভিযোগ করেন।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি, যা হয়েছে, তা একটি তামাশা। এই সরকার ‘ভোট চুরির’ মহোৎসব করেছে। নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

আওয়ামী লীগ দেশে ‘একদলীয় বাকশাল’ কায়েম করেছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। তিনি বলেন, ৭ জানুয়ারির ‘ডামি’ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক বিশ্ব এই নির্বাচনকে সমর্থন দেয়নি, যারা দিয়েছে, তাদের দেশেও একদলীয় স্বৈরতন্ত্র বিদ্যমান।

মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন তারেক রহমান, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, নুরুল হুদা, শামীম রেজা প্রমুখ।

prothom alo

Exit mobile version