Site icon The Bangladesh Chronicle

আইপিএলে কাশ্মীরি পেসার উমরানের ইতিহাস

উমরান মালিক। – ছবি : সংগৃহীত


আইপিএলের আজকের প্রথম ম্যাচে ইতিহাস গড়েছেন কাশ্মীরি পেসার উমরান মালিক।

রোববার দুপুরে মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই বোলার। শেষ ওভারে মেডেনসহ ৩ উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি।

উমরান মালিকের বোলিং দাপটেই ১৫১ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। ২৮ রানে ৪ উইকেট নিয়ে নিজের বোলিং স্পেল শেষ করেন তিনি।

উমরানের আগুনে বোলিংয়ের সাথে সাথে এডেন মার্করাম ও নিকোলাস পুরানের দারুণ ইনিংসে ৭ উইকেটের জয় পায় হায়দরাবাদ। এ নিয়ে টানা চার ম্যাচ জিতল এ দলটি।

এই ম্যাচে স্বাভাবিকভাবেই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন উমরান। সেই সাথৈ গড়েছেন ইতিহাস। ২২ বছর বয়সী এই পেসার কনিষ্ঠতম সানরাইজার্স বোলার হিসেবে আইপিএলে ৪ উইকেট নিলেন। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ সিরাজের দখলে।

চলতি আসরে উমরানের গতিতে মুগ্ধ সবাই। এই মৌসুমের সবচেয়ে দ্রুতগতির বলটি করেছেন তিনি। এই গরমে খেলতেও নাকি তার তেমন অসুবিধা হয় না, ‘জম্মু-কাশ্মীরে সাধারণত উষ্ণতা অনেক সময়ই ৪৭-৪৮ ডিগ্রি হয়ে যায়। তাই এই গরমে খেলাটা আমার কাছে খুব একটা কঠিন নয়। আমারা তো ওখানে এই গরমেই খেলে থাকি। গরমে খেলাটা বরং সত্যি বলতে আমি উপভোগই করি।’ বলেন উমরান।

Exit mobile version