- খেলাধুলা প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৬ মে) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বর্তমানে মুস্তাফিজুর রহমান জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, যেখানে বাংলাদেশ দল দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। বিসিবির দেওয়া বিবৃতি অনুযায়ী, আইপিএলে যোগ দেওয়ার আগে মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করবেন।
বিসিবি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মোতাবেক, জাতীয় দলের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত ভারতে চলমান আইপিএলে অংশগ্রহণের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে।’
বোর্ড আরও জানিয়েছে, ‘১৭ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য মুস্তাফিজুর রহমান উন্মুক্ত থাকবেন।’
আইপিএলের চলমান আসরে দিল্লি ক্যাপিটালস অজি ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে অন্তর্ভুক্ত করেছে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না। ১৮ থেকে ২৪ মে সময়কালে দিল্লি ক্যাপিটালসের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার আরেক তারকা পেসার মিচেল স্টার্কও আইপিএল থেকে সরে দাঁড়ানোয় দিল্লির হয়ে এই তিনটি ম্যাচেই মুস্তাফিজের মাঠে নামার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে।