Site icon The Bangladesh Chronicle

আইন উপদেষ্টা: বর্তমান সরকারের মেয়াদেই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন হবে—এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, বিচারের গতি নিশ্চিত করতে প্রয়োজনে ‘দ্রুত বিচার আইন’ প্রয়োগ করা হবে।

ড. আসিফ নজরুল

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আশ্বাস দেন। আইন উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে ২১ জনের আত্মত্যাগ এবং সাড়ে তিনশ মানুষের আহত হওয়ার ঘটনা ভোলার নয়। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী ৫ আগস্টের আগেই এসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হয়। চার্জশিট দাখিলের পরই বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

ড. আসিফ নজরুল জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, ‘মানুষের আত্মত্যাগ, শোক আর সাহসের ওপর ভিত্তি করে সেদিন সারাদেশ এক পরিবারে পরিণত হয়েছিল। ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে।’ তিনি একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান, যেখানে কোনো শাসক স্বৈরাচারী হওয়ার সুযোগ পাবে না।

স্থানীয় অপরাধ দমনের বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল, সেভাবেই ঐক্যবদ্ধ থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে।’ তিনি জনগণকে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং এক্ষেত্রে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছ উর রহমান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম।

Exit mobile version