Site icon The Bangladesh Chronicle

আইজিপির কার্যালয় অভিমুখে আইনজীবীরা, পুলিশের বাধা

গায়েবি মামলা এবং বিরোধীদলের নেতাকর্মী ও বিরোধী মত দমনের জন্য পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার থেকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করেছেন আইনজীবীরা। এসময়  মাজার গেটে পুলিশ তাদের বাধা দেয়। রোববার দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন করে সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্ট।

পুলিশের বাধার বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, পূর্বপরিকল্পিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আমাদেরকে আইনি অধিকার থেকে বঞ্চিত করেছে।  আমরা ৫ সদস্যের প্রতিনিধি দল আইজিপি কার্যালয়ে যাচ্ছি।

পুলিশের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিবেন তারা। এর আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জড়ো হন। এ সময় আইনজীবী নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব বলেন, আমরা বিরোধী দলের গায়েবি মামলা এবং বিরোধীদলের নেতাকর্মী ও যে কোনো ধরনের বিরোধী মত দমনের জন্য পুলিশের কর্মকাণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার থেকে মিছিল নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছি।

মানবজমিন

Exit mobile version