Site icon The Bangladesh Chronicle

আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ডলার পেলো বাংলাদেশ

 

ইত্তেফাক অনলাইন ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৩

https://www.ittefaq.com.bd/630583

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার ডলার পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ( জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক তথ্য জানান।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, আইএমএফ‘র ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার জমা হয়েছে।’

সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে বলে জানান তিনি।

২ দশমিক ২ শতাংশ সুদে নেওয়া এই ঋণ আসবে সাত কিস্তিতে। শেষ কিস্তি আসবে ২০২৬ সালে।

ইত্তেফাক/এএএম

 

Exit mobile version