Site icon The Bangladesh Chronicle

অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’

 

পায়ের তলায় মাটি নাই ছবির দৃশ্যে প্রিয়াম অর্চি।

৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) যাচ্ছে বাংলাদেশি সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। মোহাম্মদ রাব্বি মৃধা নির্মিত এই সিনেমা বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে নির্বাচিত হয়েছে।

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন ম্যাগাজিন ভ্যারাইটি। জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তি মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে, সেই টানাপড়েনের গল্প উঠে এসেছে ছবিটিতে। এর আগে, বিশ্বের বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে পায়ের তলায় মাটি নাই।পায়ের তলায় মাটি নাই সিনেমার একটি দৃশ্য।

৯৬তম অস্কারের বাংলাদেশ কমিটি গত ৩ সেপ্টেম্বর দুইটি ছবি দেখে। নির্বাচিত এই সিনেমা ছাড়া আরেকটি হলো মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’। এরপর ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটিকে চূড়ান্ত করে।

আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখসহ অনেকে।

গত একাডেমি অ্যাওয়ার্ডসে এই বিভাগে নির্বাচিত হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’।

প্রসঙ্গত, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

/এআই /এমএন

Exit mobile version