Site icon The Bangladesh Chronicle

অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল ‘জনতা’

স্টাফ রিপোর্টার

(৪২ মিনিট আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন একদল মানুষ। ঘটনাটির একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে তার পরনের জামা ছিড়ে ফেলা হয়েছে। এই অবস্থায় তাকে হাঁটিয়ে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম মানবজমিনকে বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুলশান থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে শুনেছি, আমরা ঐ থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি যাচাই-বাছাই করে গ্রেপ্তার দেখাবো।

Exit mobile version