Site icon The Bangladesh Chronicle

অভিজ্ঞতা হয়েছে, এখন দায়িত্ব নেওয়ার সময়: লিটন

অভিজ্ঞতা হয়েছে, এখন দায়িত্ব নেওয়ার সময়: লিটন 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে দারুণ ব্যাটিং করেছেন লিটন দান। প্রথম টেস্টে তার ফিফটির ইনিংসটা ছিল কার্যকরি। দ্বিতীয় টেস্টে ১৩৮ রানের ইনিংসে লিটন তার ক্লাস বুঝিয়েছেন। যে ইনিংসে ধৈর্য ছিল, আগ্রাসন ছিল, নিঁখুত সব শটও খেলেছেন।

ভারত সিরিজের আগে মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লিটন জানিয়েছেন, এখন তার দায়িত্ব নেওয়ার সময়, ‘৯-১০ বছর ক্রিকেট খেলছি। অভিজ্ঞতা হয়েছে। এখন সময় দায়িত্ব নেওয়ার। তার মানে, প্রতি ম্যাচে দায়িত্ব নেব এমন না। আমি মানুষ, আমার ভুল হতে পারে।’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়কে পারফেক্ট বলার উপায় নেই। প্রথম ইনিংসে লিড নিলেও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় টেস্টেও প্রথম সেশনে ভালো ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ দল। লিটন জানিয়েছেন, এটা তাদের উন্নতি করার খুব ভালো একটা জায়গা।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি ভালো পয়েন্ট বলেছেন। টেস্টে সেশন যেহেতু জিততে হয়। প্রতিটি সেশন এখানে গুরুত্বপূর্ণ। আমরা প্রথম সেশনগুলোতে ব্যাটিং-বোলিংয়ে সেরা ক্রিকেট খেলতে পারি না। আমাদের উন্নতির অনেক জায়গা আছে। চেষ্টা করবো ভালো করার।’

টেস্টে নিজের ব্যাটিং এপ্রোচ নিয়েও কথা বলেছেন লিটন দাস। তার মতে, তিনি অ্যাটাকিং ক্রিকেট খেলেন বিষয়টি এমন না। বরং তার ব্যাটিং অর্ডার, ব্যাটিং রোলের কারণে কিছুটা অ্যাটাকিং ক্রিকেট খেলতে হয়, ‘আমার জোনে যে বলটি স্কোরিং মনে হয়, সেটা ওভাবে খেলার চেষ্টা করি। আমি যে পজিশনে খেলি, সারা বিশ্বে ওইখানে অ্যাটাকিং ক্রিকেট খেলে। ওইখানে ব্যাটিংয়ে নেমে আমি হয়তো মিরাজকে বা টপ অর্ডারের কোন একজনকে পাবো। যে কারণে অ্যাটাকিং না খেললেও হয় না। আমি এভাবেই খেলতে চাই।’

এছাড়া ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেছেন লিটন দাস। পাকিস্তান সিরিজ অতীত হয়ে গেছে। এই সিরিজ নিয়ে তিনি যেমন ভাবতে চান না, সংবাদ মাধ্যমকেও পাকিস্তান সিরিজ নিয়ে কথা না বলার আহ্বান করেছেন। সেখানে এসজি বলে খেলতে হবে। এটা মাথায় নিয়ে অনুশীলন করছেন বলেও জানান ডানহাতি ব্যাটার লিটন দাস।

samakal

Exit mobile version