Site icon The Bangladesh Chronicle

অবশেষে চালু হলো ইন্টারনেট

অবশেষে ইন্টারনেট সেবা চালু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কিছু কিছু স্থানে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। তবে ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না। এমন কি ইমেইল ব্যবহারেও সমস্যা হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকালে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, মঙ্গলবার রাতে অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনের পর রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

Exit mobile version