Site icon The Bangladesh Chronicle

অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে উদ্বিগ্ন জাতীয় নাগরিক কমিটি

অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে উদ্বিগ্ন জাতীয় নাগরিক কমিটি

সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলেছে, সরকারের উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নেওয়া হচ্ছে না।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথাগুলো বলেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানে যে ন্যায়বিচার, জবাবদিহি ও অংশগ্রহণমূলক নেতৃত্বের আহ্বান জানানো হয়েছিল, সরকারের বর্তমান কর্মকাণ্ডে তা অনেকাংশেই প্রতিফলিত হচ্ছে না। উপদেষ্টা নিয়োগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নেওয়া হচ্ছে না বলে মনে করে নাগরিক কমিটি।

অভ্যুত্থানের অংশীজনদের মতামত ও পরামর্শকে গুরুত্ব না দিয়ে নেওয়া যেকোনো সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে অসংগতিপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে অভ্যুত্থানের অংশীজনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি।

prothom alo

Exit mobile version