Site icon The Bangladesh Chronicle

অথচ আক্ষেপ নেই রেকর্ডের বরপুত্র সাকিবের

www.bangla.24livenewspaper.com

বাংলাদেশের ক্রিকেটে রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে জড়িয়ে এ বাঁহাতি অলরাউন্ডারের নাম। কিন্তু নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্টে ছিলেন না সাকিব। ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় সফরে যাননি তিনি। দেশের ইতিহাসের অন্যতম সেরা এই জয়ের সময় দলে থাকতে না পারার আফসোস নেই সাকিবের।

সাকিব আল হাসান, ফাইল ছবি

শুক্রবার এক বাণিজ্যিক চুক্তি সম্পাদনের পর তিনি বলেছেন, ‘না! আমি বরঞ্চ অনেক বেশি খুশি হয়েছি যে আমি ছাড়াও… শুধু আমি ছাড়া না, আমি থাকা না থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু মনে হয় না। যেটা গুরুত্বপূর্ণ, আমাদের দলটা খেলছে এবং কেমন করছে। তো সেদিক থেকে আমি খুবই খুশি, খুবই গর্বিত প্রতিটা খেলোয়াড়, প্রতিটা কোচিং স্টাফের ওপর।’

ম্যাচ জেতায় দলের আত্মবিশ্বাস বাড়বে বৈকি। তবে এই এক জয়ে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে মনে করেন সাকিব। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু হবে বিশ্বাস তার।

বাঁহাতি এ অলরাউন্ডার আজ বলেছেন, ‘দুই একটা টেস্ট ম্যাচ দিয়ে আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায় না। টেস্ট ম্যাচ অনেক কিছু চেঞ্জ করার সম্ভাবনা তৈরি হল। আমার বিশ্বাস এই সম্ভাবনাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করে দেখাতে পারবো।’

Exit mobile version