Site icon The Bangladesh Chronicle

অজি তাণ্ডবে দেড় ঘণ্টাতেই বিধ্বস্ত ইংল্যান্ড

অজি তাণ্ডবে দেড় ঘণ্টাতেই বিধ্বস্ত ইংল্যান্ড – ছবি : সংগৃহীত

অ্যাশেজে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেশ ভালো জায়গায় ছিল ইংল্যান্ড। তৃতীয় দিন ৪ উইকেটে ২৭৮ রান খেলা শুরু করেছিল তারা। কিন্তু আজ শুক্রবার তৃতীয় দিন মেঘলা আবহাওয়ায় অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ৩২৫ রানে। অস্ট্রেলিয়ার থেকে ৯১ রানে পিছিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়। শেষ ছয় উইকেট পড়েছে ৪৭ রানে। অস্ট্রেলিয়াকে হাত ঘোরাতে হয়েছে ১৫.২ ওভার। জবাবে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১২ রান করেছে। এগিয়ে গেছে ১০৩ রানে।

দ্বিতীয় দিনে ক্রিজে জমে গিয়েছিলেন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস। এক সময় মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান অনায়াসে পেরিয়ে যাবে ইংল্যান্ড। কিন্তু এ দিন শুরু থেকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংরেজদের ইনিংস। কোনো ব্যাটারই দাঁড়াতে পারলেন না।

নাথান লায়নকে হারিয়ে এমনিতেই একটু চাপের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু বল হাতে কোনো পার্থক্য দেখা গেল না। শুরুতেই বেন স্টোকসকে তুলে নেন মিচেল স্টার্ক। অর্ধশতরান করেই ফিরে যান ব্রুক। ইংল্যান্ডের শেষ ভরসা ছিলেন জনি বেয়ারস্টো। তিনিও মাত্র ১৬ রানে ফিরে যান। ইংল্যান্ডের প্রথম ইনিংস দেখলে বোঝা যাবে, একমাত্র জাক ক্রলি বাদে প্রত্যেকের স্ট্রাইক রেট ১০০-র থেকে বেশ কম। অর্থাৎ ‘বাজবল’-এর (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যেহেতু তার ডাকনাম ‘বাজ’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজবল বলা হচ্ছে।) ঘরানা অনুযায়ী অতি আগ্রাসী হয়ে খেলতে যাননি কেউ। তাতেও খুব একটা লাভ হলো না। সাবধানী হয়ে খেলতে গিয়ে ইংল্যান্ড আরো বিপদে পড়ল।

Exit mobile version