- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২০
এ বছর ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে না, সম্প্রতি ছড়িয়ে পড়া এ খবর সঠিক নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)৷ আগামী অক্টোবর-নভেম্বরেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে জানিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি৷ বৃহস্পতিবার আইসিসি বোর্ডের সভায় এ বিষয়ে আরো আলোচনা হবে৷
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর টিটোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না বলে সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়৷ বলা হয়, এবারের আসরটি পিছিয়ে ২০২২-এ নিয়ে যাওয়া হচ্ছে৷
অস্ট্রেলিয়াতে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে৷
‘‘আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেবার কোন সিদ্ধান্ত নেয়নি৷ নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ায় তা অনুষ্ঠিত হবার জন্য পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতিও চালু আছে,’’ সংস্থাটির একজন মুখপাত্র বলে রয়টার্সকে৷
তিনি আরো বলেন, ‘‘কাল (বৃহস্পতিবার) আইসিসির বোর্ড সভায় এটি একটি এজেন্ডা এবং সে অনুযায়ীই আমরা সিদ্ধান্ত নেব৷’’
২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্টের আয়োজক৷ প্রতি দুই বছর পর পর এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও ২০১৮ সালের বিশ্বকাপটি পিছিয়ে ২০২১ সালে নিয়ে আসা হয়েছিল৷
সূত্র : ডয়চে ভেলে