এর আগে গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ, যা ছিল গত ১৩৪ মাস বা ১১ বছর দুই মাসের মধ্যে সর্বোচ্চ।
বিবিএস সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। গ্রামের সার্বিক মূল্যস্ফীতি দশ ছুঁই ছুঁই করছে। গ্রামে মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৯ শতাংশ। আর শহরে এই হার এই হার ৯ দশমিক ৭২ শতাংশ।