বাংলাদেশকে ফিল্ডিং দিয়ে হলেও দুবার আউট করবে পাকিস্তান!

Daily Nayadiganta

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৪৩
বাংলাদেশকে ফিল্ডিং দিয়ে হলেও দুবার আউট করবে পাকিস্তান! – ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংটা ভালো হলে এমনটি হতো না। ম্যাচ চলে যেত ড্রয়ের দিকে। কিন্তু ম্যাচের পরিস্থিতি এমন যে মিরপুর টেস্টে জয়ের পাল্লা ভারি পাকিস্তানের। শেষ দিনে বাংলাদেশকে দুইবার অল আউট করে হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় সফরকারীরা। দিন শেষে এমনটাই জানালেন বল হাতে ৬ উইকেট নেয়া পাকিস্তানের স্পিনার সাজিদ খান।

মিরপুর টেস্টের প্রথম দিনে খেলা হয় ৫৭ ওভার, দ্বিতীয় দিনে মোটে ৬.৩ ওভার। তৃতীয় দিনে হয়নি একটি বলও। চতুর্থ দিনেও খেলা শুরু হয় ঘণ্টা দেড়েক দেরিতে। চতুর্থ দিনের খেলা শুরুর সময় সবচেয়ে সম্ভাব্য ফল ছিল ড্র। ৪ উইকেটে ৩০০ রান তুলে পাকিস্তান যখন ইনিংস ঘোষণা করল, তখনও ম্যাচের বাস্তবতা বদলায়নি খুব একটা। কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর থেকেই বদলাতে থাকে চিত্র। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৭৬ রান। শেষ পর্যন্ত আলোর স্বল্পতায় খেলা শেষ আধা ঘণ্টা আগে। ফলো-অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরে ২৫ রান। আগামীকাল ম্যাচের শেষ দিন। যা বাংলাদেশের জন্য বড় পরীক্ষার।
বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করার পর পাকিস্তানের সাজিদ খান মঙ্গলবার বলেন, ‘পরিকল্পনা এটাই যে কালকে এই তিন জনকে আউট করে ওদেরকে আবার ব্যাটিংয়ে পাঠিয়ে আরেকবার অলআউট করে দিয়ে জয়ের চেষ্টা করা।’

‘ববি ভাই (বাবর) এটা বলেছিলেন যে, সবাই যেন জয়ের জন্য মাঠে নামে এবং প্রত্যেকেই যেন নিজেকে উজার করে দেয়। আমরা এটাই করেছি, আক্রমণ করেছি এবং সেটির ফল মিলেছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম টেস্টে যেরকম উইকেট ছিল, তাতে এরকম বোলিং হচ্ছিল না। ওখানে টার্ন থাকলেও সময় পাচ্ছিল (ব্যাটসম্যানরা)। তবে সেখানেও চার উইকেট পাওয়ায় আত্মবিশ্বাস পেয়েছি। উইকেট এরকম যে, নতুন বলেও টার্ন পেয়েছি। তাই চেষ্টা করে যাব। টার্ন পাওয়া যাক বা না যাক, সাকি ভাই (সাকলায়েন মুশতাক) বলেন যে, কোনো সুযোগ দেওয়া যাবে না। তার কথা হলো, কখনো কখনো ফিল্ডিং দিয়েই আউট করতে হবে। টার্ন না মিললেও তাই আশা করি ফিল্ডিং দিয়ে আউট করে দেব।’