Site icon The Bangladesh Chronicle

৬ কোটি ৭০ লাখ দর্শকে রেকর্ড কোহলি–বাবরদের ম্যাচে

Prothom Alo

গত সপ্তাহ পর্যন্ত টি–টোয়েন্টি বিশ্বকাপ টিভিতে দেখেছেন ২৩ কোটি ৮০ লাখ দর্শক। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভের প্রথম ১২টি ম্যাচ পর্যন্ত এ হিসাব করা হয়েছে—এক বিবৃতিতে জানিয়েছে স্টার ইন্ডিয়া।

এবার ভারত–পাকিস্তান ম্যাচ ছাপিয়ে গেছে ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের রেকর্ড। ১৩ কোটি ৬০ লাখ দর্শক এ ম্যাচ দেখেছিলেন।

ক্রিকেটপ্রেমীদের আগ্রহের তুঙ্গে ছিল ভারত–পাকিস্তান ম্যাচ ছবি: এএফপি

স্টার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি টুর্নামেন্টে দুই বছর পর গত ২৪ অক্টোবর মুখোমুখি হওয়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান ম্যাচ দেখেছেন ১৬ কোটি ৭০ লাখ দর্শক। ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ছাপিয়ে টি–টোয়েন্টি এ ম্যাচই সবচেয়ে বেশিসংখ্যক দর্শক দেখেছেন।’

টি–টোয়েন্টি বিশ্বকাপে এবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত–পাকিস্তান। ১০ উইকেটের দারুণ জয়ে শুভসূচনা করে বাবর আজমের দল। পাকিস্তান সেমিফাইনালে উঠলেও সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে ভারত।

স্টার ইন্ডিয়ার এক মুখপাত্র ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘১৬ কোটি ৭০ লাখ দর্শক দেখায় ইতিহাস তৈরি করেছে ভারত–পাকিস্তান ম্যাচ। টি–টোয়েন্টি এখন পর্যন্ত এ ম্যাচই সবচেয়ে বেশিসংখ্যক দর্শক দেখেছেন। ক্রিকেটে বড় টুর্নামেন্টে আমরা সব সময়ই দর্শক বাড়ানোর চেষ্টা করি। এ ম্যাচ আমাদের সে চেষ্টারই প্রমাণ।’

ভারত–পাকিস্তান ম্যাচে দর্শকদের এমন উন্মাদনা চোখে পড়ে ছবি: এএফপি

স্টার ইন্ডিয়া জানিয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ থাকলেও সব মিলিয়ে এবারের টুর্নামেন্ট মনোযোগ দিয়ে দেখছেন ক্রিকেটপ্রেমীরা। সুপার টুয়েলভের প্রথম ১২ ম্যাচ পর্যন্ত টিভিতে দর্শক চোখ রেখেছেন ৪৭ বিলিয়ন মিনিট।

Exit mobile version