- খেলাধুলা প্রতিবেদক
চট্টগ্রামে রুদ্ধশ্বাস এক ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের দায়িত্বশীল অর্ধশতক এবং শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বিস্ফোরক ইনিংসে ২ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে টাইগাররা। ম্যাচসেরার পুরস্কার জেতেন অধিনায়ক লিটন দাস।

সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। আইরিশ দুই ওপেনার পল স্টার্লিং এবং টিম টেক্টর পাওয়ার প্লে-তে ঝড়ো ব্যাটিং করে উড়ন্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে মাত্র পাঁচ ওভারেই আসে ৫৭ রান। তবে তানজিম হাসান সাকিবের বলে স্টার্লিং (২৯) বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপর ম্যাচের লাগাম টেনে ধরেন স্পিনার শেখ মেহেদী হাসান। এক ওভারেই তিনি টিম টেক্টর (৩৮) ও হ্যারি টেক্টরকে (১১) সাজঘরে ফেরান। পরে বেন ক্যালিটজকেও (৭) শিকার করে আইরিশদের চাপে ফেলেন তিনি।
১০৩ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে লরকান টাকার ও জর্জ ডকরেল ৪৪ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। টাকার ৩২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন এবং ডকরেল করেন ১৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে মেহেদী ২৫ রানে ৩টি উইকেট নেন।
১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন তানজিদ হাসান তামিম (৭)। তবে দ্বিতীয় উইকেটে ইমন ও অধিনায়ক লিটন দাস ৬০ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। ইমন ২৮ বলে ৪৩ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। এরপর সাইফ হাসানকে নিয়ে ৫২ রানের আরেকটি জুটি গড়েন লিটন। তিনি ৩৪ বলে ৩টি চার ও ৩টি ছয়ের সাহায্যে নিজের ১৬তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন।
তবে ৩৭ বলে ৫৭ রান করে লিটন আউট হওয়ার পর দ্রুতই সাইফ হাসান (২২), তাওহীদ হৃদয় (৬) ও নুরুল হাসান সোহান (৫) ফিরে গেলে বাংলাদেশ হারের শঙ্কায় পড়ে। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। এমন কঠিন মুহূর্তে মোহাম্মদ সাইফউদ্দিন মাত্র ৭ বলে দুটি চার ও একটি ছক্কায় অপরাজিত ১৭ রানের ক্যামিও খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ ওভারে জয়ের জন্য ৩ রান দরকার হলে, মেহেদী হাসান ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।









