ওয়েস্ট ইন্ডিজে ধবলধোলাই: কোচদের নয়, ক্রিকেটারদেরই দায় দিলেন লিটন

24 Live Newspaper

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ব্যর্থতার দায়ভার খেলোয়াড়দের কাঁধেই দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোচিং স্টাফ তাদের পরিকল্পনা দিলেও মাঠে তা বাস্তবায়ন করতে না পারায় এই ভরাডুবি হয়েছে। লিটনের মতে, কোচেরা মাঠের বাইরে থেকে সর্বোচ্চ দিকনির্দেশনা দিতে পারেন, কিন্তু ২২ গজে লড়াইটা করতে হয় ক্রিকেটারদেরই। শেষ ম্যাচে ৫ উইকেটে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের কোচিং স্টাফ শতভাগ সহায়তা করছেন। ব্যর্থতা আমাদেরই, কারণ আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারব।’

লিটন দাস

দলের অফ-ফর্মে থাকা ব্যাটার জাকের আলি অনিককে ফর্মে ফেরার টোটকাও দিয়েছেন অধিনায়ক। তার মতে, আত্মবিশ্বাস ধরে রেখে এবং অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার করে ইতিবাচক থাকাই হবে জাকেরের জন্য ঘুরে দাঁড়ানোর মূলমন্ত্র। জাকেরের পাশে দাঁড়িয়ে লিটন বলেন, ‘ফিরে আসার জন্য সাহস ধরে রাখতে হবে। বেশি চিন্তা করলে নেতিবাচক বিষয়গুলোই মাথায় আসে। নিজের ওপর বিশ্বাস রাখা এবং সমর্থনকারী মানুষের সান্নিধ্যে থাকা জরুরি। আমি বিশ্বাস করি, সে দ্রুতই স্বরূপে ফিরবে।’

অধিনায়ক ঘন ঘন দল পরিবর্তনের পক্ষে নন। তার মতে, বর্তমান দলের খেলোয়াড়দের ওপর আস্থা রাখাই বিচক্ষণতার পরিচয়। তিনি বলেন, ‘এই দলের সবাই পরীক্ষিত ক্রিকেটার। একজন খেলোয়াড়ের টানা কয়েকটি ম্যাচ খারাপ যেতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সে তার যোগ্যতা হারিয়েছে। প্রত্যেকেই জানে তাদের কোথায় উন্নতি করতে হবে।’

একইসঙ্গে, লিটন অকপটে স্বীকার করেছেন যে, আধুনিক ক্রিকেটের দাবি মেটাতে দলের ব্যাটারদের দক্ষতার ঘাটতি রয়েছে। বিশেষ করে সুইপ ও রিভার্স সুইপের মতো শট খেলার ব্যর্থতাকে তিনি বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করে বলেন, ‘বিশ্ব ক্রিকেট এখন অনেক উদ্ভাবনী। আমাদের খুব কম ব্যাটারই এসব শট খেলে। বৈশ্বিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে হলে এসব দিকে উন্নতি করা অপরিহার্য।’

সিরিজের শেষ ম্যাচের হারের পেছনে শিশিরকে বড় একটি কারণ হিসেবে দেখছেন লিটন। তিনি মনে করেন, বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৫১ রানের লক্ষ্যটা শুকনা মাঠে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলাররা সুবিধা করতে পারেননি এবং ব্যাটিং সহজ হয়ে গিয়েছিল বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here