শান্তর ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান

শান্তর ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৬০ রান – ফাইল ছবি

নাজমুল হোসেন শান্তর ৯৬ রানের সুবাদে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৬০ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।

জাতীয় টেস্ট দলের অধিনায়ক মোমিনুল হকসহ বেশ কয়েকজন খেলোয়াড় এ ম্যাচ না খেলায় অনকেটাই দুর্বল বাংলাদেশ ‘এ’ দল। বাবার অসুস্থতার কারণে ম্যাচটি খেলেননি মোমিনুল। আরেক গুরুত্বপূর্ণ সদস্য মেহেদি হাসান মিরাজ করোনা পজিটিভ হওয়ায় তাকে বাদ দেয়া হয়। আর শারীরিকভাবে কিছুটা অসুস্থ পেসার আবু জায়েদ রাহি। ব্যক্তিগত সমস্যার কারণে দলে নেই আরেক পেসার এবাদত হোসেন। তবে শুক্রবার দলের সাথে যোগ দিতে পারেন মোমিনুল।

বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ ‘এ’। ওপেনার সাইফ হাসান ১৫ রান করে ফিরেন। তবে দ্বিতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও শান্ত। সাদমান ৫৮ রান করে আউট হন। মাহমুদুল হাসানের বলে তানজীদ হাসান তামিমকে ক্যাচ দিয়ে সেঞ্চুরি মিস করেন শান্ত। ২০৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৯৬ রান করেন তিনি।

এরপর মিঠুন ৯ ও ইয়াসির আলি ২১ রান করে ফিরেন। দিন শেষে ইরফান শুক্কুর ২৮ ও মুনিম শাহরিয়ার ১৫ রানে অপরাজিত আছেন।

সূত্র : বাসস