Site icon The Bangladesh Chronicle

ভিপি নূরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ

dw.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরকে রবিবার সন্ধ্যার পর বাড্ডা এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবে, ডিবি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে৷

    

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর

রবিবার রাত ৮টার দিকে স্বল্পসময়ের জন্য নিজের ফেসবুকে লাইভে এসে নুরুল হক নূর জানান, গুলশানে আইনজীবীদের সঙ্গে বৈঠক করে বাড্ডার দিকে ফিরছিলেন তিনি৷ এসময় যানজটে গাড়ি খুব আস্তে আস্তে চলছিল৷ তখন একজন ড্রাইভারকে নামিয়ে দিয়ে গাড়ির সিটে বসে তাকে অপহরণের চেষ্টা করে৷ তখন দ্রুত তিনি গাড়ি থেকে নেমে প্রাণ আরএফএলের শো-রুমে আশ্রয় নেন৷

ফেসবুক লাইভে দেয়া যায়, সেই শোরুমের মধ্যেও তাকে টানা হেঁচড়া করছেন কয়েকজন ব্যক্তি৷ নুর তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান৷ কিছুক্ষণ ওই ব্যক্তিদের প্রাণ আরএফএলের শো-রুমে ঘুরতেও দেখা গেছে৷ নূর লাইভে দাবি করেন যে ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করায় তাকে গুম করার চেষ্টা’ করা হচ্ছে৷ গোয়েন্দাদের কাছ থেকেই তিনি এই তথ্য জেনেছেন৷ রবিবারের ঘটনা সেই প্রক্রিয়ারই অংশ বলেও দাবি করেন তিনি৷

অডিও শুনুন00:50

নুরকে আটক বা গ্রেফতারের কোন নির্দেশনা নেই’

নূরকে গ্রেফতার বা আটকের কোন চেষ্টা করা হয়েছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘নূরকে আটক বা গ্রেফতারের কোন নির্দেশনা তাদের নেই৷”

তবে তিনি দাবি করেন যে নূর বিভিন্ন আসামিকে নিয়ে ঘুরে বেড়ায়৷ তাদের অনেক সময় গ্রেফতার করতে গেলে নূর লাইভে এসে এসব কথা বলেন৷

রবিবার সন্ধ্যায় এমন কোন চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ডিবির অনেক টিম এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, ফলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল৷”

  • তারিখ 04.04.2021
Exit mobile version