Site icon The Bangladesh Chronicle

এশিয়া কাপে সাকিবই অধিনায়ক!

সকাল থেকেই গুলশানের আইভি টাওয়ারের সামনে সংবাদকর্মীদের ভিড়। শুক্রবার রাতে দেশে ফেরা সাকিব আল হাসান আসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে। খোদ সভাপতিও নিজের ছেলেকে ভোরে বিমানবন্দরে ছেড়ে এসেছেন।

সাকিব আল হাসান

সংবাদকর্মীদের অপেক্ষা ফুরায় বিকেল ৩টায় সাকিব আইভি টাওয়ারে প্রবেশ করলে। নিজের গাড়ি ছেড়ে বিসিবির এ্যাক্সিও কারে গুলশানে আসেন তিনি। সংবাদকর্মীদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টায় পুরোপুরি সফল হননি সাকিব। আবার এটাও সত্য অনেক সংবাদকর্মী টের পাননি, কখন সাকিব প্রবেশ করলেন।

পাঞ্জাবি পরা বাঁহাতি এই অলরাউন্ডার আসার পর বিসিবির পরিচালক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমন বিকেল ৪টার মধ্যে গুলশানে আসেন।

তারপরই শুরু হয় মিটিং। সাকিবের সাম্প্রতিক কর্মকান্ড, বিতর্কিত চুক্তি, এশিয়া কাপের দল, টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব মিটিংয়ের মূল এজেন্ডা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপায় না পেয়ে সাকিবের হাতেই এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ভার তুলে দিচ্ছে বিসিবি। তবে এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদের থাকার সম্ভাবনা কম। সাকিব নেতৃত্ব পেলে অবশ্য মাহমুদউল্লাহ আরেকটা সুযোগ পেতে পারেন বলেও গুঞ্জন আছে।

Exit mobile version