Site icon The Bangladesh Chronicle

উমেশ ও রাসেলের দাপটে দুর্দান্ত জয় কলকাতার

উমেশ ও রাসেলের দাপটে দুর্দান্ত জয় কলকাতার – ছবি : সংগৃহীত


জয়ের সরণিতে ফিরল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে বশ মানিয়ে লিগ টেবিলে আপাতত শীর্ষে শ্রেয়স আয়াররা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। জবাবে ৩৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নাইট-ব্রিগেড। ব্যাট হাতে মাত্র ৩১ বলে অপরাজিত ৭০ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। পাশাপাশি বল হাতে চার উইকেট নেন উমেশ যাদব। তার গতির কাছেই কার্যত চূর্ণ হয় পাঞ্জাব টপ অর্ডার।

সময় বড়ই মূল্যবান। উমেশ যাদবকে দেখেই তা বোঝা সম্ভব। গত দু’বছরে ভারতীয় পেসারটি আইপিএল মঞ্চে মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। কার্যত বাতিলের খাতায় ঠেলে দেয়া হয়েছিল তাকে। কিন্তু সেই উমেশই কিনা কেকেআর জার্সি গায়ে আগুন ঝরাচ্ছেন পঞ্চদশ আইপিএলে। এখনও অবধি খেলেছেন তিনটি ম্যাচ। ঝুলিতে আটটি উইকেট। চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচে যথাক্রমে দু’টি করে উইকেট নিয়েছিলেন তিনি। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরো বিষাক্ত বোলিং উপহার দিলেন উমেশ (৪-১-২৩-৪)। দারুণ বল করলেন টিম সাউদিও (৪-০-৩৬-২)। মূলত কেকেআরের পেস আক্রমণে পাঞ্জাবের ইনিংস ১৮.২ ওভারে মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায়।

টস জেতার পর নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আয়ার ফিল্ডিং নিতে দেরি করেননি। পাঞ্জাবের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ওভারেই উমেশের বলে লেগ বিফোর হয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল (১)। প্রাথমিক ধাক্কা সামলে শিখর ধাওয়ান ও ভানুকা রাজাপাক্ষে প্রত্যাঘাতের পথে হাঁটার চেষ্টা করেন। চতুর্থ ওভারের প্রথম চারটি ডেলিভারিতে একটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হজম করেন মাভি। শ্রীলঙ্কার অলরাউন্ডার রাজাপাক্ষের মারমুখী মেজাজের সামনে বড়ই অসহায় দেখাচ্ছিল কেকেআরের পেসারটিকে। যদিও ওই ওভারেই রাজাপাক্ষেকে (৯ বলে ৩১) তুলে নিয়ে কিছুটা মুখরক্ষা করেন মাভি। ১৬ রানে সাউদির শিকার শিখর। জমাট বাঁধেনি পাঞ্জাবের মিডল অর্ডার। একে একে ফেরেন লিভিংস্টোন (১৯), রাজা বাওয়া (১১), শাহরুখ খান (০), হরপ্রীত ব্রার (১৪) । খাতা খুলতে পারেননি রাহুল চাহারও ।

একটা সময় পাঞ্জাবের রান ছিল ৮ উইকেটে ১০২। সেখান থেকে দলকে কিছুটা টেনে তোলেন রাবাডা। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি ১৬ বলে যোগ করেন ২৫ রান। ১৯তম ওভারে রাসেল পরপর দু’টি উইকেট তুলে নেওয়ায় দশ বল বাকি থাকতেই যবনিকা পড়ে পাঞ্জাবের ইনিংসে।

জবাবে কলকাতা নাইট রাইডার্সের শুরুটাও ভালো হয়নি। মাত্র ১২ রান করেই রাবাডার ডেলিভারিতে স্মিথের হাতে ধরা পড়েন রাহানে। একেবারেই ছন্দে নেই বেঙ্কটেশ আয়ার। তাঁর সংগ্রহ মাত্র তিন রান। আরও শোচনীয় হাল নীতীশ রানার। খাতাই খুলতে পারেননি তিনি। রাহুল চাহারের বলে এলবিডব্লু হন কেকেআরের বাঁহাতি ব্যাটসম্যানটি। তবে সেখান থেকে একা দলের জয় নিশ্চিত করেন রাসেল। তাকে যোগ্য সঙ্গ দেন স্যাম বিলিংস (২৩ বলে অপরাজিত ২৪)।
সূত্র : বর্তমান

Exit mobile version