অজিদের দুরমুশ করে সিরিজ জিতল উইন্ডিজ

অজিদের দুরমুশ করে সিরিজ জিতল উইন্ডিজ – ছবি সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরজের চতুর্থ ম্যাচ জিতে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল অস্ট্রেলিয়া। তবে পঞ্চম ম্যাচে আবারো আগের অবস্থা। ১৬ রানে ম্যাচ হেরে ৪-১ ব্যবধানে সিরিজ খোয়লেন অ্যারন ফিঞ্চরা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসের (৩৪ বলে ৭৯) চওড়া ব্যাটে ভর নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের তোলে উইন্ডিজ বাহিনী। শুরুটা ভালো করেও বেশ রান করতে পারেননি ক্রিস গেইল (৭ বলে ২১)। শেষের দিকে অধিনায়ক নিকোলাস পুরান (১৮ বলে ৩১) করে দলকে বড় রানে পৌঁছে দেয়ার কাজ শেষ করেন। ম্যাচে সুযোগ পেয়েই তিন উইকেট (৩৭ রানে) তুলে নেন অ্যান্ড্রু টাই। দু’টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা এবং মিচেল মার্শও।

বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবারো ব্যাট হাতে অজি দলের ত্রাতা হয়ে উঠেন অধিনায়ক ফিঞ্চ (২৩ বলে ৩৪) এবং মার্শ (১৫ বলে ৩০)। তবে ম্যাথু ওয়েডরা (১৮ বলে ২৬) শুরুটা ভালো করলেও কেউই বড় রান করতে ব্যর্থ হন। নিয়মিত উইকেট হারিয়ে রান করলেও কোনো সময়েই অস্ট্রেলিয়া ম্যাচ জেতার দৌড়ে তেমনভাবে ছিল না।

ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে তিন উইকেট নেন আন্দ্রে রাসেল (৪৩ রান খরচ করে)। শেল্ডন কর্টেলও দুরন্ত বোলিং করে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন। ১৯৯ রান তাড়া করতে নেমে অবশেষে ১৮৩ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ান ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হন এভিন লুইস। সিরিজ সেরা হন হেডেন ওয়ালশ জুনিয়র।

সূত্র : হিন্দুস্তান টাইমস