The home Minister should be hanged five times – Kader Siddiqui

P1_shorashtromontrir-pachba

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের পাঁচবার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। গতকাল বিকালে গাজীপুরের সখীপুর উপজেলার কালমেঘা ছলঙ্গা বাজারের এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, রাজাকার-আল-বদরদের যদি একবার ফাঁসি হয়, তাহলে যিনি রাজাকার তৈরি করেছেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর পাঁচবার ফাঁসি হওয়া উচিত।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে ‘পাকিস্তানি’ উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে তার রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়াহ, আর আমাদের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মহীউদ্দীন খান আলমগীর ছিলেন তত্কালীন পাকিস্তানের এডিসি। তিনি হলেন বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর আমি হলাম নব্য রাজাকার, নব্য বলার কি দরকার ছিল, রাজাকার বললেই হতো!
এ মাসের শুরুর দিকে দেশব্যাপী পুলিশের গণহত্যা প্রসঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ১৭০ জন লোক মরেছে মাত্র ২ সপ্তাহে, স্বাধীনতার ৪৩ বছরে মাত্র ২ সপ্তাহে এত লোক মারা যাওয়ার ইতিহাস নেই। ৭১ সালে ২৪ মার্চের আগে মাত্র ৩শ’ লোক মারা গিয়েছিল।
তিনি বলেন, রাস্তায় মিছিল বের করলেই মানুষকে পাখির মত গুলি করা হয়। পাকিস্তান সেনাবাহিনীও কখনও মসজিদ লক্ষ্য করে গুলি চালায়নি—যা এই স্বরাষ্ট্রমন্ত্রী করেছে।
বিরোধী দল আন্দোলন করতে জানে না মন্তব্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা একটা বিরোধী দল পেয়েছি মাশাল্লাহ! কি করে আন্দোলন করতে হয় তারা তাও জানে না।
কাদের সিদ্দিকী বলেন, যতদিন ইসলাম থাকবে ততদিন ইসলামী রাজনৈতিক দল থাকবে। কারণ সব মুসলমানই জামায়াতে ইসলামী করে না, দেশের কোটি কোটি মুসলমান ইসলামি আন্দোলন করতে জানে। আমি এমপি, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না, আমি মানুষের পাহারাদার হতে চাই।
তিনি বলেন, হাসিনা-খালেদা আঁচল পেতে বসে আছে আমার গামছা পাওয়ার জন্য। আর হাসিনার যে কেড়াই আগামী নির্বাচনে সে ৩০ আসনও পাবে না।
গামছা মার্কার দলকে জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ করলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী হবে তার পরিবারের লোক। এখনই আলোচনা হচ্ছে হাসিনা রাষ্ট্রপতি হবে আর প্রধানমন্ত্রী হবে তার বোন রেহানা।
স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় শফিক উদ্দিন মাস্টারের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন হাবিবুর রহমান বীরপ্রতীক, বেগম নাসরীন কাদের সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, এইচএম আবদুল হাই, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আবদুল হালিম সরকার লাল, বজলুর রহমান, জুলফিকার শামীম প্রমুখ।

Source: Amar Desh