Public univ teachers call strike for Sept 8

new032

The teachers of public universities across the country will go on a strike on September 8 at their respective institutions to press home their demands that include reviewing the proposed 8th national pay scale.
The decision was made on Saturday at a general meeting of the teachers held at Teachers’ club at University of Dhaka. Later, the decision was endorsed by the vice chancellors of the universities at Bangabandhu Sheikh Mujib Medical University auditorium.
The general secretary of the Federation of Bangladesh University Teachers’ Association, Professor ASM Maksud Kamal, announced the programme after the meeting.
Maksud Kamal said the teachers of all public universities across the country will boycott classes and examinations on September 8 to realise their demands.
He also announced that a meeting with newspaper editors will take place on September 10 and a rally on September 13 at Aporajeyo Bangla of the arts building at DU.
These teachers have been protesting against national pay scale since May 14. They have placed their four-point demands that include formation of a commission to initiate an independent pay scale for the public university teachers.
The other demands seek immediate revision of the 8th national pay scale and keep senior professors and senior secretaries on the same pay scale.
Earlier, the teachers held work abstentions and organised sit-in at all public universities across the country every Sunday during August over their demands.
Source: New Age

1 COMMENT

  1. আপনারা কেউই বলছেননা যে, প্রশাসন/সরকার ৮ম জাতীয় বেতন স্কেল নিয়ে একটি নোংরা খেলা খেলেছে এবং শিক্ষক সম্প্রদায়কে নিয়ে আজেবাজে কথা এবং সকাল বিকাল একেক রকম কথা বলছে।
    ১) প্রথমত প্রস্তাবিত বেতন স্কেলে শিক্ষক সম্প্রদায়কে গ্রেড ৩ থেকে গ্রেড ৫ এ পদায়নের মাধ্যমে অবনমন করা হয়েছে এবং পরবর্তীতে সুকৌশলে ওপরের দুটি গ্রেড ১ ও গ্রেড ২ কে বেতন স্কেলের বাইরে নিয়ে গিয়ে নম্বর বিহীনভাবে সবার ওপরে স্হাপন করে (Which is an Anomaly) শিক্ষক সম্প্রদায়কে বলা হলো আপনাদেরকে আগের জায়গায় (সপ্তম বেতন স্কেলের ন্যায়) গ্রেড ৩ এই রাখা হলো। যা কিনা গ্রেড ৫ এরই নামান্তর মাত্র। সুতরাং শিক্ষক সম্প্রদায়কে ৮ম বেতন স্কেলে অবনমিত করা হলো চুরান্তভাবে।
    ২) সরকার প্রধান ও সংশ্লিষ্টরা বারবারই প্রচার করছে ১২৩% বা দ্বিগুন বেতন বৃদ্ধির কথা কিন্তু উনারা বোধহয় জনগণকে ভুলিয়ে দিতে চান যে, পূর্বে ঘোষিত প্রতিটি জাতীয় বেতন স্কেলেই দ্বিগুন বা তারও বেশী বেতন বারানো হয়েছিল, আমার যদি ভুল না হয়ে থাকে।
    ৩) আর প্রশাসন সম্প্রদায়কে এককভাবে ওপরে তুলে দেয়ার মাধ্যমে বাকি সব যোগ্যতা ও মেধাসম্পন্ন (শিক্ষক, বিগ্গানি-গবেষক, কৃষিবিদ, ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যাংকার) সম্প্রদায়কে অবনমিত করা হয়েছে। ধিক্কার জানাই সরকার প্রধান ও সংশ্লিষ্ট সকলকে যারা আজ স্বাধীন বাংলাদেশে এ নোংরা খেলা খেলেছে এবং খেলছে। বাকি সবাইকে বোকা ভেবে নিজেদেরকে এত চালাক মনে করার কোন কারন নেই, কথায় আছে অতি চালাকের গলায় দরি। সময়ই কথা বলবে – Time will Speak.

Comments are closed.