No meetings with the bloggers – Hefazat E Islam

মহিউদ্দীন জুয়েল, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামে ব্লগারদের সঙ্গে কোন ধরণের সমঝোতা বৈঠক না করার বিষয়ে এখনো অনড় রয়েছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ঢাকার শাহবাগ থেকে মঙ্গলবার রাতে হাটহাজারী মাদ্রাসার হেফাজতে ইসলামের আলেম ওলামাদের সঙ্গে কথা বলার ঘোষণা দেন ব্লগাররা। জানান, দেশব্যাপী জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে হেফাজতে ইসলামের সহযোগিতা চাইবেন তারা। পরামর্শ করবেন ওলামাদের সঙ্গে। হরতালসহ নানা কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ করবেন। এই বিষয়ে কথা বলতে ব্লগার ইমরানসহ আরও বেশ কয়েকজন সংগঠক চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই বিষয়ে জানতে চাইলে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা জানান, তাদের সঙ্গে ব্লগারদের কোন ধরনের কথা হয়নি। এমনকি মোবাইলেও কেউ যোগাযোগ করেনি। তাছাড়া ব্লগারদের সঙ্গে বৈঠক করবেন কিনা তা নিয়ে হেফাজতে ইসলামের অভ্যন্তরে মতভেদ রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে আজ সকাল ১১টায় মানবজমিননের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক। তিনি বলেন, ‘বিকেল ৩টায় আমরা গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়ে দেবো। শুনেছি ব্লগাররা নাকি আমাদের নেতাদের সঙ্গে দেখা করবেন। কিন্তু ওদের সঙ্গে কোন ধরনের বৈঠকে যেতে আমরা রাজি নই। যারা অনলাইনে, ব্লগে নিজেদের নাস্তিক বলে পরিচয় দিয়ে নবী রাসুলকে কটাক্ষ করে তাদের সঙ্গে কিসের বৈঠক। আমরা পুলিশ কমিশনারকে সরাসরি জানিয়ে দিয়েছি যুদ্ধাপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। আমরা জেহাদ ঘোষণা করেছি ওইসব ব্লগারদের বিরুদ্ধে। যারা ধর্মের বিরুদ্ধে লিখে লোকজনকে উসকে দিচ্ছেন। অন্যদিকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের কয়েকজন সংগঠক। এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তারা বিষয়টি বিকেলের পর আলোচনা হতে পারে বলে মনে করছেন। জানতে চাইলে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক শরীফ চৌহান বলেন, ঢাকা থেকে ব্লগাররা রওনা হয়েছেন। তারা পথে আছেন। চট্টগ্রামে পৌঁছতে বিকেল হয়ে যাবে। এরপর সবাই মিলে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা আশা করছি ইতিবাচক কোন সংবাদ হয়তো হেফাজতে ইসলামের কাছ থেকে পাবো।

Source: ManabZamin