২০২৪ সালের আগেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে : রুমিন ফারহানা

  • কুমিল্লা সংবাদদাতা
  •  ২৬ নভেম্বর ২০২২, ১৭:১২
ব্যারিস্টার রুমিন ফারহানা। –

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে ইভিএমে কোনো ভোট হবে না, ভোট হবে ব্যালটে। সরকার ইভিএমের নাটক করছে। যতই নাটক করেন কাজ হবে না। ২০১৪ ও ১৮ সালের নীল নকশায় আগামী ২৪ সালে কাজ হবে না। ২০২৪ সালের আগেই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে। মানুষ এখন আর পুলিশের গুলিকে ভয় পায় না। নির্দলীয় সরকারের অধীনেই আমরা নির্বাচনে যাব।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।