শিশু নিবাসে নেওয়া হচ্ছে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতককে

শিশুটির নাম ফাতেমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ট্রাক চাপায় জন্ম নেওয়া শিশু

ট্রাক চাপায় জন্ম নেওয়া শিশু/ সংগৃহীত

ট্রিবিউন ডেস্ক

জুলাই ২৮, ২০২২

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগমুহূর্তে জন্ম নেওয়া নবজাতক শিশুটি পরিচর্যার জন্য শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই)  বিকালে শিশু কল্যাণ বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় সমাজ সেবা অধিদপ্তরেরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহসহ নবজাতক শিশুটির পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এদিকে শিশু কল্যাণ সভা সদস্য এবং পরিবার সিদ্ধান্ত মোতাবেক শিশুটির নাম ফাতেমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “নবজাতক শিশুটির লালন পালনের জন্য শিশু কল্যাণ সভার সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ঢাকার আজিমপুরের শিশু নিবাসে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরিবারের সদস্যদের মতামত নেওয়া হয়েছে। ”

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ওয়ালীউল্লাহ জানান, শুক্রবার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক শিশুটিকে ছুটি দিয়ে ঢাকায় শিশু নিবাসে পাঠানো হবে। শিশুটি ওই শিশু নিবাসে দুই বছর অবস্থান করবে। পরে পরিবারের অভিভাবকদের কাছে তাকে ফেরত দেওয়া হবে।

 নবজাতক শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু বলেন, “শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত আমাদের পরিবারের সবাই মেনে নিয়েছে। প্রশাসনে স্যারেরা যে উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি। দুই বছর লালন পালন শেষে ফাতেমা আবারও আমাদের মাঝে ফিরে আসবে।”

উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিন সদস্য নিহত হন। দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে শিশুটি জন্ম নেয়। শিশুকন্যাটিকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।