শিরোপার লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকে

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২১ অক্টোবর ২০২২, ২৩:৪৩
শিরোপার লড়াই শুরু হচ্ছে আগামীকাল থেকে – ফাইল ছবি

আগামিকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের মূল পর্ব। আট দিনের জমজমাট গ্রুপ পর্ব শেষে সুপার টুয়েলভের মহারণ শুরু আগামীকাল থেকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে বিকেল ৫টায় পার্থে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচের চারটা দলই জয় দিয়েই বিশ্বকাপ শুরু করতে চাইবে।

দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৫ বার। যেখানে জয়ের পাল্লা বেশ ভারী অস্ট্রেলিয়ার। তাদের জয় ১০ ম্যাচে। পাঁচ ম্যাচে জিতেছে কিউইরা। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে ২ বার, যেখানে সমান একটি করে জয় দুই দলের। বলাবাহুল্য, অস্ট্রেলিয়ার জয়টি গত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

অপরদিকে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান টি-টোয়েন্টি খেলেছে মাত্র দুটো। যার শতভাগ জয়ই থ্রি লায়ন্সদের। দুটো ম্যাচই ছিল বিশ্বকাপে। তাও আবার শেষবার মুখোমুখি হয়েছে আজ থেকে অর্ধযুগ আগে ২০১২ ও ২০১৬ সালে।