শনিবার ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি : রিজভী

শনিবার ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি : রিজভী

Daily Nayadiganta

দলের চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজকে ঢাকায় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। ফলে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ হচ্ছে না। তবে রোববার একই স্থানে সমাবেশ করার জন্য চেষ্টা করছে দলটি। অনুমতি মিললে রোববার হবে বিএনপির সমাবেশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া দিগন্তকে বলেন, শনিবার সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি বিএনপির আছে। কিন্তু সমাবেশ করতে পুলিশ এখনো অনুমতি দেয়নি। সঙ্গত কারণে সমাবেশ হচ্ছে না। তবে রোববার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে রোববার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হবে।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানান, আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ না হলেও পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঢাকার বাইরের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।