লাঠি নিয়ে মাঠে নামলে বিএনপির খবর আছে: ওবায়দুল কাদের

 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। তবে আবারও লাঠি নিয়ে মাঠে নামলে দলটির খবর আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, বিএনপিকে মোকাবেলায় আওয়ামী লীগ সংযমী অবস্থায় রাজপথে থাকবে। ১৩ বছর ধরে বিএনপি কর্মসূচি ঘোষণা করলেও এর কোনো প্রতিক্রিয়া হয় না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এ সময় সোজা পথে বিএনপিকে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে স্থান করে নিয়েছে।

এ আলোচনা সভায় গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন হাসপাতালে জন্ম নেয়া শিশুদের অভিভাবকদের হাতে উপহার তুলে দেয়া হয়।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবিরোধী শক্তি বিদেশীদের কাছে ক্রমাগত অসত্য তথ্য পরিবেশন করছে। হাজার ষড়যন্ত্র হলেও শেখ হাসিনার ওপর কোনো আচড় পড়তে দেয়া হবে না।

/এমএন