ভোটার নেই তাই নাক ডেকে ঘুমাচ্ছেন কর্মকর্তা!

ভোটার নেই তাই নাক ডেকে ঘুমাচ্ছেন কর্মকর্তা!

ভোটার নেই তাই নাক ডেকে ঘুমাচ্ছেন কর্মকর্তা!
ভোটার না থাকায় ঘুমাচ্ছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা। ছবিঃ ইত্তেফাক।

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নির্বাচনে রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এগার গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোটার না থাকায় ভোট গ্রহণ কর্মকর্তা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ঘুমাতে দেখা গেছে।

উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এখানে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একজন নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯শত ৩৬ জন।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ভোট বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ হোমনায় দিনে-দুপুরে খোলা জায়গায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ!

উল্লেখ্য, গত ৩১ মার্চ ৪র্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়ায় নির্বাচন হওয়ার কথা ছিলো। সেখানে ১জন চেয়ারম্যান প্রার্থী অপর চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা চ্যালেঞ্জ করেছিলেন। এ ঘটনায় হাইকোর্টে রিটের কারণে হাইকোর্ট ওইদিনের নির্বাচন স্থগিত করেছিল।

ইত্তেফাক/নূহু