বিদেশফেরতদের হাতে কোয়ারেন্টিন সিল

বিদেশ থেকে আগত বাংলাদেশি যাত্রীদের হোম কোয়ারেন্টিনে রাখার তথ্য সম্বলিত সিল দিয়ে চিহ্নিত করার কাজ শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

গতকাল থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে আজ শুক্রবার জানিয়েছেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি বলেন, ‘বিমানবন্দরে আগত যাত্রীদের (যাদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক) হাতে আমরা সিল মেরে দিচ্ছি। কোন দিন থেকে কতদিন পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে সিলে তা লেখা রয়েছে। অন্য দেশগুলোতে এই ব্যবস্থা নেওয়ায়, আমরাও তা শুরু করেছি।’

‘এটি করা হয়েছে শুধু এই কারণে যে, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যেন আইন ভঙ্গ না করতে পারেন এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যরা যেন তাদের আইসোলেশনে থাকার কথা স্মরণ করিয়ে দিতে পারেন’, যোগ করেন তিনি।

Source: The Daily Star