ইকবাল বানুর গলায় ফয়েজ আহমদ ফয়েজের এই গানট। একদিন দেখে নেবো…ইনশাল্লাহ।

ইকবাল বানুর গলায় ফয়েজ আহমদ ফয়েজের এই গানট। একদিন দেখে নেবো…ইনশাল্লাহ।

4 January 2019

‘তোদের দেখে নেবো একদিন’ –জালিম ব্যবস্থা ও তার শাসকদের উৎখাতের জন্য বিপ্লবের ডাক দেওয়া ফয়েজ আহমদ ফয়েজের বিখ্যাত গজল। একদিন দেখে নেবো তোদের হারামজাদারা, একদিন তোদের আমরা দেখে নেবো’।

বাংলাদেশের মানুষও একদিন দেখে নেবে। তুলার মতো সিংহাসন উড়ে যাবে, আর মাথার মুকুট গড়াবে ভূতলে। পাক পবিত্র আদি (আহলে সাফা) সেই সকল মানুষ যাদের আল্লার পবিত্র ঘর থেকে বিতাড়িত করা হয়েছে, আর প্রতিস্থাপিত হয়েছে জালিমের মূর্তি আর জালিম ব্যবস্থার পূজা — সকলই অপসারিত হবে আর আল্লার ঘরে মানুষের জন্য নির্ধারিত মসনদে বসবে মজলুম – কারণ এই আসন তার জন্যই আল্লার দ্বারা নির্দিষ্ট।

ব্যস্‌ থাকবে শুধু আল্লাহ, যিনি নাই, কিন্তু আছেন — গায়েব বা গরহাজির যিনি, কিন্তু একই সঙ্গে বর্তমান ও সর্বব্যাপী। এই দৃশ্যের তিনি একই সঙ্গে দৃশ্য ও দ্রষ্টা। লৌকিক ও অলৌকিক।

ইনশাল্লাহ, একদিন তোদের আমরা দেখে নেবো, তোদের আমরা অবশ্যই একদিন দেখে নেবো।

‘লাজিম হ্যয় কে হাম ভি দেখেঙ্গে’

এটা ঘটবেই আমাদের তা দেখতেই হবে। আমরা দেখব..।।

‘যেদিন জুলুম আর বেইনসাফির হিমালয়
তুলার মতো ফর ফর উড়ে যাবে তুফানে
মজলুমের পায়ের তলায়
ধরিত্রী কাঁপবে থর থর থর থর আর থর থর
আর ক্ষমতাওয়ালাদের মাথার ওপর
বিজলি ও বিদ্যুৎ চমকাতে থাকবে কড় কড় আর কড় কড়
আমরা সেদিন তোদের দেখে নেবো
আমরা সেদিন তোদের দেখে নেবো।

যেদিন এই দুনিয়ার খোদার ক্বাবা থেকে
সব মূর্তি গুলো পিটিয়ে অপসারিত করা হবে
পবিত্র ঘর থেকে বিতাড়িত আদি পবিত্র মানুষগুলোকে যেদিন
আল্লার ঘরে তুলে এনে ফের অধিষ্ঠিত করা হবে পবিত্র মসনদে
আর সব মুকুটগুলো ছুঁড়ে ফেলা হবে উর্ধাকাশে
আর শাসকের তখত গড়াগড়ি খেতে থাকবে নীচে, মাটিতে

আমরা সেদিন তোদের দেখে নেবো
আমরা সেদিন তোদের দেখে নেবো।

ব্যস্‌, শুধু সেই ‘এক’-এর নাম থাকবে — আল্লাহ
গায়েব যেমন একই সাথে যিনি হাজির
অদৃশ্য হয়েও দৃশ্য যিনি নিজেও দেখেন
আমিই হক, সেই সত্যের হাঁক শোনা যাবে
যে আমি সেতো তুমিও
খোদ খোদার রাজত্ব কায়েম হবে
কারন আমি যে তুমিও তো সেই!
… … … … … … …
যব জুলম-ও-সিতমকে কোহ-এ-গিরাঁ
রুই কি তারাহ উড় জায়েঙ্গে
হাম মেহকুমুকে পাঁও ত’লে
ইয়ে ধরতি ধড় ধড় ধড়কে গি
আওর আহল-এ-হাকম কে সর্‌ উপর
যব বিজলী কড় কড় কড়কে গি
হাম দেখেঙ্গে হাম দেখেঙ্গে।।

যব আরজ-এ-খুদা কে কাবা সে
সব ভুত উঠায়ে যায়েঙ্গে
হাম আহল-এ-সাফা মরদুদ-এ-হরম
মসনদ পে বিঠায়ে জায়েঙ্গে
সব তাজ উছালে জায়েঙ্গে
সব তখত গিরায়ে জায়েঙ্গে
হাম দেখেঙ্গে হাম দেখেঙ্গে।।

ব্যস্ নাম রাহেগা আল্লাহ কা
জো গায়েব ভি হ্যায় হাজির ভি
জো মন জর ভি হ্যায় নাজির ভি
উঠে গা ‘আনাল-হক” কা নারা’
জো ম্যায় ভি হুঁ আওর তুম ভি হো
আওর রা’জ করে’ গি হলক-এ খুদা
জো ম্যায় ভি হুঁ আওর তুম ভি হো

ইকবাল বানুর গলায় ফয়েজ আহমদ ফয়েজের এই গানট। একদিন দেখে নেবো…ইনশাল্লাহ।