আগামীতে চ্যালেঞ্জ আসলে নেবো: বেনজীর আহমেদ

 


‘আমি চ্যালেঞ্জ নেয়ার মানুষ। চ্যালেঞ্জময় জীবন আমার। আগামীতে চ্যালেঞ্জ আসলে নেবো।’ সংসদ সদস্য হতে চান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

অবসরে যাওয়ার আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বিদায়ী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, এসব ঘটনার তদন্ত হচ্ছে। তবে পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালায়।

বেনজীর আহমেদ জানান, পুলিশ ও র‍্যাবের সদস্যদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা কাজ করছে। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে কয়েক ধাপে শাস্তির আওতায় আনার বিধান রয়েছে।

সুন্দরবনের জলদস্যু আত্মসমর্পণের বিষয়েও কথা বলেন বিদায়ী এ আইজিপি। বলেন, এটা ছিল একটা চ্যালেঞ্জ। পুলিশ তাদের আত্মসমর্পণ না করালেও পারতো। কিন্তু এর মধ্য দিয়ে তাদের একটা নতুন জীবন দেয়া হয়েছে।

চাকরি জীবনে তার সব সাফল্য শেখ হাসিনা সরকারের; আর ব্যর্থতা নিজের বলেন জানান বেনজীর আহমেদ।

/এমএন