Site icon The Bangladesh Chronicle

বার্ষিক প্রতিরক্ষা সংলাপে ভারত সফর করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল।

Defence Research Forum (Defres)     11 August 2022
বার্ষিক প্রতিরক্ষা সংলাপে ভারত সফর করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল।
১৫ সদস্যদের উচ্চপদস্থ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আর্মড ফোর্সেস ডিভিশনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ্জামান। তিন বাহিনীর পদস্হ কর্মকর্তারা রয়েছেন এই দলে। এই সফরের মুল উদ্দ্যেশ্য ভারত এবং বাংলাদেশের মধ্যে ৪র্থ বার্ষিক প্রতিরক্ষা সংলাপ এবং ২য় ট্রাই সার্ভিস স্টাফ টক এ অংশগ্রহণ।
গতপরশু বাংলাদেশের প্রতিনিধিদলটি বেঙ্গালুরে অবস্হিত ভারতের বিভিন্ন সমরাস্ত্র নির্মাতা কোম্পানির কার্যক্রম এবং সমরাস্ত্র পরিদর্শন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল হিন্দুস্হান এরোন্যটিক্স লিমিটেড, ভারত ইলেকট্রনিকস লিমিটেড, টাটা এডভান্সড লিমিটেড এবং বিগ ব্যাং বুম সলিউশনে নির্মিত রাডার,ড্রোন,কমিউনিকেশন সিস্টেম, প্রোটেক্টিভ গিয়ারস, কামান ইত্যাদি।
বলে রাখা ভাল, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকালে বাংলাদেশকে দেওয়া ভারতের ৫০০ মিলিয়ন ডলারের লাইন অব ক্রেডিট এখনো ব্যবহার করেনি বাংলাদেশ। চলতি বছরে এই এলওসির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাই ভারতীয়রা শেষ সময়ে তাদের কাছ থেকে যাতে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করে তা নিয়ে তোড়জোড় চালাচ্ছে।
Exit mobile version